ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

জয় পেয়েছে পাকিস্তান

প্রকাশিত : ১১:১৩ এএম, ২৬ এপ্রিল ২০১৭ বুধবার

জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে ৩ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।
পঞ্চম দিনে ২৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ইয়াসির শাহের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫২ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে মাত্র ৩১ রানের লিড পায় ক্যারিবিয়রা। ইয়াসির শাহ ৬৩ রানে ৬ উইকেট নিয়েছেন। ৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে সফরকারীরা। ২৪ রানে ৩ উইকেট পড়ার পর, অধিনায়ক মিসবাহ উল হক ৩ বলে ২ ছক্কায় দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।