ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

এসএসসি ও সমমানের ফল ৪ মে

প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৬ এপ্রিল ২০১৭ বুধবার | আপডেট: ১১:৩৭ এএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৪ মে প্রকাশ করা হবে। প্রথা অনুযায়ী ওই দিন সকালে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই তথ্য জানায়।

 চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২ তারিখে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২ মার্চ। আর ১১ মার্চ শেষ হয় ব্যবহারিক পরীক্ষা।

এবছর মোট পরীক্ষার্থী সংখ্যা ছিলো ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। এরমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৫৬ হাজার ৫০১ ও এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ৪ হাজার ২১২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।