ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

শ্রীপুরে দুই পোশাক কর্মীকে গণধর্ষণ, গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার

গাজীপুরের শ্রীপুরে দুই পোশাক কর্মীকে গণধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গণধর্ষণের শিকার  দুজনকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ রোববার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন, শ্রীপুর উপজেলার বিধাই গ্রামের শাহীনুল, একই গ্রামের কালাম, জাহাঙ্গীর ও বাবু। এ ঘটনায় অপর আসামি মোকসেদুল পলাতক রয়েছে। গ্রেফতারকৃতরা সিএনজি ও পিকআপসহ বিভিন্ন পরিবহনের চালক বলে জানা গেছে।

মামলার বিবরণে বলা হয়, ময়মনসিংহের বাসিন্দা ওই দুই পোশাক শ্রমিক ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন। কারখানা ছুটি থাকায় গত ২১ আগস্ট সন্ধ্যায় ওই পোশাক শ্রমিকরা শ্রীপুর উপজেলার বিধাই গ্রামে দুলাভাইয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে বের হন। ভিকটিমরা বিধাই গ্রামের খোকনের পরিত্যক্ত খামারের কাছে পৌঁছালে অভিযুক্তরা জোরপূর্বক  তাদের ওই খামারের কক্ষে নিয়ে গণধর্ষণ করে। পরদিন অভিযুক্তরা ভিকটিমদের সঙ্গে থাকা মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে তাদের খামার থেকে বের করে দেয়। পরে ভিকটিমদের একজন বাদি হয়ে রোববার সকালে শ্রীপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।’

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘মোবাইলফোনে প্রেমের সম্পর্কের সূত্রধরে ভিকটিম তার বান্ধবীকে নিয়ে শ্রীপুরের বিধায় গ্রামে প্রেমিকের সঙ্গে দেখা করতে আসেন। মামলার অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে চার ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।’

এআই//এসি