ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

জেএমবি’র বোমা বিশেষজ্ঞ গ্রেপ্তার

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৬ এপ্রিল ২০১৭ বুধবার

বিপুল পরিমান বিস্ফোরকসহ নব্য জেএমবি’র বোমা বিশেষজ্ঞ মুফশিক মার্টিন জেনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। জেনি ও তার সহযোগিরা মিরপুরের একটি সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করা হয়েছে।

বুধবার সকালে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জাম-আইইডি ও রিমোট কন্ট্রোলিং ডিভাইসসহ মুশফিক মার্টিন জেনিকে গ্রেপ্তার করে র‌্যাব। পনে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, জেনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত এক মাসে রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ১৫ জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাকে।