ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

মেহেরপুরে নতুন ৪৬ জন করোনা আক্রান্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪ পিএম, ২৪ আগস্ট ২০২০ সোমবার | আপডেট: ১১:৪৮ পিএম, ২৪ আগস্ট ২০২০ সোমবার

কুষ্টিয়া পিসিআর ল্যাবে ক্রটির কারণে গেল তিনদিন যাবৎ মেহেরপুরের করোনার নমুনা পরীক্ষা বন্ধ ছিল। ত্রুটি কাটিয়ে সোমবার চতুর্থ দিনে ১৫৭টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে ৪৬ জন করোনা রুগী শনাক্ত হয়েছে। বাকিগুলো নেগেটিভ।

সোমবার রাত সাড়ে আটটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন। আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদরে ৩০ জন গাংনীতে ১৫ জন ও মুজিবনগরে ১ জন রয়েছে। 

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৫২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫৮ জন। মৃত ১০ জন ট্রান্সফার্ড ২৯ জন এবং মেহেরপুরে বর্তমানে চিকিৎসাধিন আছেন ১৫৫ জন। 

আক্রান্তরা তাদের নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা সেবা নেবেন। স্বাস্থ্য বিভাগ থেকে রোগীদের খোঁজ খবর রাখা হচ্ছে। করোনা পজিটিভ রোগীদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হবে। কোভিড-১৯’র সংক্রমণ এড়াতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান সিভিল সার্জন।
কেআই//