ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন রেলমন্ত্রী

প্রকাশিত : ০২:৫৬ পিএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার

হার্ডিঞ্জ ব্রিজের ১০০ বছর পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন রেলমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক।

সকালে রাজধানীর রেলভবনে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি। ১৯১২ সালে ব্রিটিশ শাসনামলে পদ্মা নদীর উপর নির্মিত পাবনা ও কুষ্টিয়া জেলাকে সংযুক্তকারি হার্ডিঞ্জ ব্রিজ ২০১৫ সালে ১০০ বছর পার করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বোমার আঘাতে ব্রিজটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও, পরে বঙ্গবন্ধুর নির্দেশে মেরামত করা হয় বলে জানান রেলমন্ত্রী মুজিবুল হক।