ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

সেই আলোচিত ভিখারী নাজিম উদ্দিনের অজানা খবর

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৭:১৩ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার

এনায়েতপুর মাজার শরীফে ভিখারী নাজিম উদ্দিন।

এনায়েতপুর মাজার শরীফে ভিখারী নাজিম উদ্দিন।

শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় করোনা তহবিলে নিজের জমানো টাকা দান করা সেই আলোচিত ভিখারী নাজিম উদ্দিন বলেছেন, ‘এখন আমার বয়স ৮৫ বছর চলছে। ছোট বেলায় পাকিস্তান আমলে উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল সিরাজগঞ্জের হজরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর মুরিদ হই। তার দরবারে প্রতিবছর বাৎসরিক ধর্মীয় মহাসমাবেশ ওরশ শরীফে গিয়ে বয়ান শুনেছি। তার কাছেই মানবতার দিক্ষা পেয়েছি।’

তিনি বলেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি ইসলামের নীতি আদর্শ অনুসারে জীবন গড়তে হবে। যার যতটুকু সামর্থ আছে, তা নিয়েই অসহায়দের পাশে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, মানবতার দর্শনই হচ্ছে প্রকৃত ধর্ম। পাশাপাশি একে অপরকে সম্মান যেমন করতে হবে। তেমনি বিপন্ন মানুষের পাশে বন্ধুর মত দাঁড়াতে হবে। তবেই ইহকাল ও পরকালে শান্তি মিলবে।’

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বিশ্ব শান্তি মঞ্জিল সিরাজগঞ্জের খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) মাজার শরীফ জিয়ারতে এসে নাজিম উদ্দিন এসব কথা বলেন। 

এসময় প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য দোয়া কামনা করে তিনি বলেন, ‘মানবতার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর একজন দয়ালু নেত্রী। আমার থাকার পাকা বাড়ি, গাড়ী, দোকান সব তিনি করে দিয়েছেন। মাসে-মাসে ভাতাও দিচ্ছেন। আমার আর ভিক্ষে করে খেতে হচ্ছে না।’

এর আগে সোমবার (২৪ আগস্ট) বিকেলে শেরপুর থেকে এলাকার বেশ কয়েকজন অনুসারীকে সাথে নিয়ে মানবতাবাদী ভিক্ষুক নাজিম উদ্দিন এনায়েতপুর দরবার শরীফে আসেন। সেখানে খাজা ইউনুস আলী এনায়েতপুরীর (রঃ) মাজার জিয়ারত, দোয়া কামনা ও দরবার শরীফ জামে মসজিদে নামাজ আদায় করে গদীনশীন পীর হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার সাথে দেখা করেন। 

এদিকে, এনায়েতপুর মাজার শরীফে আসার খবর পেয়ে একুশে টেলিভিশনের সামাজিক সেবা সংগঠন সিরাজগঞ্জ একুশে ফোরামের সদস্যরা নাজিম উদ্দিনকে শুভেচ্ছা জানান। এ সময় তার হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়। 

এআই/এমবি/এনএস/