ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   চৈত্র ৩১ ১৪৩১

নাভালনির বিষ প্রয়োগের ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি ইইউ’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১১ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনীতিক জোসেফ বোরেল রুশ কর্তৃপক্ষকে ক্রেমলিনের সমালোচক আলেক্সি নাভালনির দেহে স্পষ্টত: বিষ প্রয়োগের বিষয়ে “স্বাধীন ও স্বচ্ছ তদন্ত” শুরুর আহবান জানিয়েছেন।

জার্মান হাসপাতালে টিকিৎসাধীন নাভালনির টেস্টে বিষ প্রয়োগের ইঙ্গিত পাওয়ার কয়েক ঘন্টা পরে বোয়েল বলেন, “নাভালনির জীবনের ওপর স্পষ্টতঃ হুমকির ব্যাপারে ইউরোপীয়ান ইউনিয়ন তীব্র নিন্দা জানাচ্ছে।”

এক বিবৃতিতে বোয়েল বলেন, “বিলম্ব না করে নাভালনির শরীরে বিষ প্রয়োগের বিষয়ে রুশ কর্তৃপক্ষের “স্বাধীন ও স্বচ্ছ তদন্ত” শুরু করা জরুরি।”। তিনি বলেন, “রাশিয়ান জনগণের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় নাভালনিকে বিষ প্রয়োগের নেপথ্যের ঘটনা জানতে চায়। এই ঘটনায় জড়িতদের অবশ্যই জবাবদিহি করতে হবে।”

এর আগে সোমবার বার্লিনের চ্যারিটি হসপিটাল বলেছে, ক্লিনিকাল টেস্টে তারা নাভালনির শরীরে বিষ প্রয়োগের আলামত পেয়েছে। সাইবেরিয়ায় নাভালনির টেস্টে বিষ প্রয়োগের আলামত না পাওয়ার ঘোষণার কয়েক ঘন্টা পরে বার্লিনের হাসপাতাল এ কথা জানায়।

এসি