ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

মোশতাক-জিয়ার মরণোত্তর বিচার দাবি তথ্য প্রতিমন্ত্রীর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮ এএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার জন্য খন্দকার মোশতাক আহমেদ ও জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। 

এ সময় তিনি আদালতের রায়ে বঙ্গবন্ধু হত্যায় ফাঁসির দন্ড প্রাপ্ত খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্য্কর করার দাবি জানান

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ) আয়োজিত বঙ্গবন্ধুর শাহদাত বার্ষিকীর স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন।

প্রতিমন্ত্রী বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেয়েছিলো। কিন্তু বঙ্গবন্ধু দেদীপ্যমান সুর্যের মতো জীবন্ত ও জলন্ত। আর ষড়যন্ত্রকারীর মুছে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে।

সংগঠনের সভাপতি শেখ মাহবুবুল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাইফুজ্জামান শেখর, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

এমবি//