ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

শ্বাসকষ্টে মৃত পুলিশ সদস্যের করোনা পজিটিভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার

চুয়াডাঙ্গায় শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া পুলিশ সদস্য আবদুল হান্নানের (৪৫) করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কোনো পুলিশের মৃত্যুর ঘটনা এটাই প্রথম।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কুষ্টিয়ার পিসিআর ল্যাবরেটরি থেকে আসা নমুনা পরীক্ষার প্রতিবেদন থেকে জানা যায়, মারা যাওয়া ওই পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল আবদুল হান্নান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। গত রোববার সকালে কর্মরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য প্রথমে আলমডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে শ্বাসকষ্ট দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ওই দিনই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার সময় পথে তিনি মারা যান।

পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগলেও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় আবদুল হান্নানের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়েছে। তাঁর সংস্পর্শে আসা সবার নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

পুলিশ সুপার আরও জানান, জেলায় এ পর্যন্ত ৪৮ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে জেলায় এই প্রথম কোনো পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৪১ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। একজন হাসপাতালে ও পাঁচজন বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। 

এনএস/