ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

নওগাঁয় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১০ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার

নওগাঁয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিনামূল্যে দুঃস্থ পুরুষ ও নারীদেরকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টা থেকে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। 

১০ বীর ১১ পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর মডেল উচ্চ বিদ্যালয়ের চত্ত্বরে প্রত্যন্ত এলাকার শতাধিক দুঃস্থ নারী-পুরুষকে বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা প্রদান করে সেনাবাহিনী। 

চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া সেনাবাহিনীর ১০ বীর এর মেজর এম কে হাবিব। এসময় উপস্থিত ছিলেন- বগুড়া সেনাবাহিনীর ২১ ফিল্ড এ্যাম্বুলেন্স-এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন আবিদ হাসান। 

চিকিৎসা সেবা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে প্রায় শতাধিক দুঃস্থ পুরুষ ও নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ দেওয়া হয়। এ সময় ১০ বীর এর ক্যাপ্টেন আসিফুর রহমানসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএস/