ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা জরুরি

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩৭ এএম, ২৮ এপ্রিল ২০১৭ শুক্রবার



পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা জরুরি বলে মন্তব্য করেছেন  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার এর সেমিনার কক্ষে আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত সংলাপে প্রতিমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, শ্রম ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় আইন আছে, তবে বাস্তবায়ন নেই। এক্ষেত্রে আইন সম্পর্কে সঠিকভাবে জানার পাশাপাশি মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।