ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেলায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫ জনে। সেইসঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৭ জন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাহাফুজার রহমান সরকার। 

তিনি বলেন, জেলায় সর্বশেষ প্রাপ্ত রিপোর্টে শনাক্তকৃত রাণীশংকৈল উপজেলার উত্তরগাঁও নিবাসী ৪৫ বছর বয়সী ওই করোনা সংক্রমিত রোগী দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগে ভুগছিলেন। 

সিভিল সার্জন আরো জানান, এছাড়া জেলায় নুতন করে আরো ১৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১৬ জন এবং রাণীশংকৈল উপজেলার ১ জন। 

তবে, এর মাঝেও ভালো খবর আছে উল্লেখ করে ডা. মাহাফুজার রহমান সরকার বলেন, এ পর্যন্ত ৫১৪ জন করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরেছেন। 

এনএস/