ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

বাংলাদেশকে ৫০ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশকে প্রায় ৫০ হাজার কোটি টাকা (৫৯০ কোটি ডলার) ঋণ সহায়তা দেবে। আগামী তিন বছরের জন্য এ ঋণ প্রদান করা হবে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এডিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২০২১-২৩ মেয়াদে কান্ট্রি অপারেশনস বিজনেস প্ল্যানের আওতায় এই অর্থ দেওয়ার পাশাপাশি যদি অর্থ সংস্থান করা সম্ভব হয়, তবে বাংলাদেশ আরও প্রায় ৪৫ হাজার কোটি টাকা (৫২০ কোটি ডলার) স্ট্যান্ডবাই প্রকল্প সহায়তা পাবে।

এডিবির অর্থায়নে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো হচ্ছে: স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রোগ্রাম, জলবায়ু এবং দুর্যোগ ঝুঁকি প্রকল্প, কৃষি উৎপাদন উন্নয়ন প্রকল্প, কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধি প্রকল্প, স্টার্টআপ ভেঞ্জার ক্যাপিটাল ফান্ড, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন প্রোগ্রাম, কয়েকটি শিক্ষা প্রকল্প, কয়েকটি জ্বালানি প্রকল্প, ঢাকা-সিলেট রোড প্রকল্প, চট্টগ্রাম পানি সরবরাহ প্রকল্প, সাসেক আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্প, কয়েকটি রেল প্রকল্প, ধীরাশরাম ইনল্যান্ড কনটেইনার ডিপো প্রকল্প এবং রোড সেফটি প্রকল্প।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহান পরকাশ বলেন, 'কোভিড-১৯ মহামারির জন্য বাংলাদেশের সহযোগিতা বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্য সামাজিক সুরক্ষা, দ্রুত অর্থনীতি পুনরুদ্ধার ও ইনক্লুসিভ প্রবৃদ্ধির জন্য এই সহায়তা দেওয়া হবে।'

বাংলাদেশ সরকার বাড়তি সহায়তা চেয়েছে জানিয়ে তিনি বলেন, 'বেসরকারি খাত, পাবলিক-প্রাইভেট অংশীদার প্রকল্প ও বন্ড মাকের্ট উন্নয়নের জন্য এডিবি বাড়তি সহায়তা দেবে। গত ৪৭ বছরে এডিবি বাংলাদেশকে ৩,৫০০ কোটি ডলার সহায়তা দিয়েছে।'

এসি