বন্যার পানি কমলেও বেড়েছে নদী ভাঙ্গন (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:০২ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার | আপডেট: ০৬:০৬ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

বন্যার পানি কমছে। বাড়ছে নদী ভাঙ্গন। এরই মধ্যে ৫শ ৪ পয়েন্টে চলছে ভাঙ্গন। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ক্ষতিগ্রস্ত তীর রক্ষা বাঁধগুলোর মেরামত কাজ শেষের দিকে। চলছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতও।
বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ। পদ্মা, মেঘনা, যমুনার মত বড় নদী গুলো আন্তর্জাতিক সীমানা পেরিয়ে দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মিশেছে বঙ্গপসাগরে। প্রতি বর্ষায় উজানের ঢলে আর বৃষ্টিতে নদ-নদীগুলো দু'কুল ছাপিয়ে প্লাবিত করে বিস্তৃর্ণ এলাকা।
এবার চার দফা বন্যায় উত্তর, উত্তর পূর্বাঞ্চল, মধ্যঞ্চল ও দক্ষিণাঞ্চল মিলিয়ে দেশের প্রায় ৩০ ভাগ এলাকা প্লাবিত হয়। এই বানের পানি কমতে শুরু করেছে। তবে তীব্র হচ্ছে নদী ভাঙ্গন।
এ বিষয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী বললেন, ভাঙ্গন কবলিত পয়েন্টেগুলো বেশিরভাগ অংশে মেরামত হয়ে গেছে। বাকিগুলোতে কাজ চলছে।
তিনি বলেন, ‘এ পর্যন্ত ৫ শত ৪টি স্থানে ভেঙ্গে গিয়েছে। ৪ শত ৯৮টি মেরামত করা হয়েছে। পানি কমে যাওয়ার পরে পরবর্তীকালে আমরা এটার জন্য আরও একটি প্রকল্প নিয়ে নদীগুলোকে যাতে করে রক্ষা করা যায়, যাতে করে ভবিষ্যতে ভাঙ্গন না হয়।’
ভবিষ্যতে বন্যা ও বন্যা পরবর্তী ভাঙ্গন রোধে নতুন বাঁধ নির্মাণের পাশাপাশি নিচু বাঁধগুলো উঁচু করা হবে এবং নদ-নদীর নাব্যতা রক্ষায় ড্রেজিং চলছে বলে জানান প্রতিমন্ত্রী।
এমএস/