ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

কলারোয়ায় ফলজ বৃক্ষের চারা বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ 

প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

সাতক্ষীরার কলারোয়ায় মুজিববর্ষ উপলক্ষে সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সদস্যদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৯আগস্ট) বিকেলে “মুজিব বর্ষের আহবান’ লাগাই গাছ বাড়াই বন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌরসভাধীন ঝিকরা সীমান্ত বহুমুখী সমিতির সভাপতি বাবু গঙ্গা মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-কলারোয়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। 

বিশেষ অতিথির বক্তব্য দেন-পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, প্রভাষক আব্দুল খায়ের, পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন। স্বাগত বক্তব্য রাখেন সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি ডেইলি অবজারভার পত্রিকার কলারোয়া সংবাদদাতা জুলফিকার আলী, সমিতির সদস্য শামীম হোসেন, নেছারুন বেগম ও মনোয়ারা বেগম প্রমুখ। 

অনুষ্ঠানে শ্রেষ্ঠ ৩ জন সঞ্চয়কারীকে পুরষ্কৃত ও সকল সদস্যদের মধ্যে ৩০০’শ ৭০পিচ ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

আরকে//