ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

১৯৯১ সালের ২৯ এপ্রিল ‘ম্যারি এন’ লণ্ডভণ্ড করে দেয় উপকূলীয় অঞ্চল

প্রকাশিত : ০৯:২২ এএম, ২৯ এপ্রিল ২০১৭ শনিবার | আপডেট: ১০:১০ এএম, ২৯ এপ্রিল ২০১৭ শনিবার

ভয়াল ২৯ এপ্রিল আজ। ১৯৯১ সালের এই দিনে ঘূর্ণিঝড় ‘ম্যারি এন’ লণ্ডভণ্ড করে দেয় উপকূলীয় অঞ্চল।
২৯ এপ্রিল দিবাগত মধ্যরাতে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, বরগুনাসহ দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড়। প্রবল বাতাস ও বৃষ্টিপাতের সাথে ১২ থেকে ২০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয়। এতে প্রাণ হারায় লক্ষাধিক মানুষ। সেই সাথে অসংখ্য বাড়িঘর, গৃহপালিত পশু, মাছ, গাছপালা, সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয় অসংখ্য পরিবার। ব্যাপক ক্ষতি হয় রাস্তাঘাট, বনজ সম্পদের।