ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

প্রণব মুখার্জির মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী আজ এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায়  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে   প্রণব মুখার্জির অসামান্য অবদান  জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বাংলাদেশের  অভ্যুদয়ে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়  ও পররাষ্ট্র  মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ সরকার তাকে 'বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা' প্রদান করে। প্রণব মুখার্জির  তাঁর  কর্ম এবং অর্জনের মাধ্যমে বাঙালি জাতিকে সম্মানিত করেছেন।   বাঙালি জাতিসত্তার ইতিহাসে প্রণব মুখার্জি স্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক প্রণব মুখার্জি (৮৪) আজ সোমবার নয়াদিল্লিতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আরকে//