ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩১ ১৪৩১

এবার স্পেনের ফুটবলে করোনার হানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১ এএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

প্রাণঘাতি করোনা অনেকটা নিয়ন্ত্রণে ইউরোপের দেশ স্পেনে। এখনও প্রতিদিনই কমবেশি আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটছে সেখানে। এবার ভাইরাসটি হানা দিয়েছে দেশটির ফুটবলে। উলভারহ্যাম্পটনের হয়ে ইপিএল মাতানো অ্যাডামা ট্রায়োরে, আর সিটি থেকে রিয়াল সোসিয়েদাদে যোগ দেয়া ডেভিড সিলভার করোনায় আক্রান্ত হয়েছেন। 

উলভসের জার্সিতে গতির ঝড় তুলে ইংলিশ লিগ মাতালেও স্পেনের জাতীয় দলে খেলার সুযোগ বারবার ফসকে যাচ্ছে অ্যাডামা ট্রায়োরের। গত বছরের নভেম্বরে জাতীয় দলে প্রথম ডাক পেলেও ইনজুরিতে পড়ে শেষ মুহূর্তে এসে বাদ পড়েন এই তারকা। 

আর এবার নেশন্স কাপের জন্য ডাক পেয়েও বাধা হয়ে দাঁড়াল করোনা। উয়েফার নিয়ম অনুযায়ী করোনা মুক্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারবেন না ২৪ বছর বয়সি স্পেনীয় তারকা।

এদিকে,  ম্যানচেস্টার সিটির সাথে দীর্ঘ ১০ বছর কাটিয়ে স্পেনের ক্লাব রিয়াল সোসিয়েদাদে যোগ দেয়ার দিনে করোনার শিকার হয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার ডেভিড সিলভা। অনুশীলন শুরুর আগে তার শরীরে করোনা শনাক্ত হয়। 
এআই/এসএ/