ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

ঢাকা চট্টগ্রাম সহাসড়কের ফোর লেনের কাজ আগামী মে মাসের মধ্যে শেষ হবে- সেতু মন্ত্রী

প্রকাশিত : ১০:৩১ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার | আপডেট: ১০:৩১ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার

parlamentঢাকা চট্টগ্রাম সহাসড়কের ফোর লেনের কাজ আগামী মে মাসের মধ্যে সম্পুর্ণ শেষ হবে বলে সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সংসদের প্রশ্নউত্তর পর্বে তিনি একথা বলেন। সংসদে ওবায়দুল কাদের জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফোর লেনের কাজের প্রথম পর্ব এরইমধ্যে শেষ হয়েছে। তিনি জানান, ২৪৪টি কালভার্ট নির্মান কাজ শেষ হয়েছে, বাইপাস সড়কগুলোর নির্মান কাজ চলছে। তিনি আরো বলেন, ফিনিসিং পর্যায়ের কাজ শেষ করে আগামী মে মাসেই প্রধানমন্ত্রী এই মহাসড়কের ফোর লেনের চলাচল উদ্ধোধন করতে পারবেন। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ফোর লেন করলেই মহাসড়কের দুর্ঘটনা কমবে না ববং দুর্ঘটনা কমাতে যোগ্য চালক এবং মন মানসিতকার পরিবর্তন করতে হবে।