প্রতিবন্ধী নারীদের বিচার পাওয়ায় পদে পদে হোঁচট
প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২৯ এপ্রিল ২০১৭ শনিবার | আপডেট: ০৫:১৭ পিএম, ২৯ এপ্রিল ২০১৭ শনিবার

অবকাঠামো সুবিধা না থাকা এবং সর্বস্তরের মানুষের শুধু দৃষ্টিভঙ্গির বদল না হওয়ায় দেশে প্রতিবন্ধী নারীদের বিচার পাওয়ায় পদে পদে হোঁচট খেতে হয়।
এমনটা মনে করেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, কাজী রিয়াজুল হক। রাজধানীর ডেইলি স্টার ভবনে, সেমিনারে বক্তারা আরো বলেন, পর্যাপ্ত মান সম্পন্ন আইন বিদ্যমান থাকলেও বাস্তবায়ন বাস্তবিক অর্থে খুব একটা হয় না। তাছাড়া বিদ্যমান সমাজ সমস্যা সমাধানের উদ্যোগ না নিয়ে, বরং বিরূপ আচরণে প্রতিবন্ধী এই নারীদের পদে পদে বৈষম্যের মধ্যেও ফেলা হয়।