ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

চামড়া শিল্প স্থানান্তরের ফলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার দাবি

প্রকাশিত : ০৫:১১ পিএম, ২৯ এপ্রিল ২০১৭ শনিবার

চামড়া শিল্প স্থানান্তরের ফলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়ার পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ব্যবসায়িরা।

সকালে জাতীয় প্রেসক্লাবে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের মানববন্ধনে তারা অভিযোগ করেন, চামড়া শিল্প ধ্বংস করতে পরিবেশবাদী একটি মহল নানা ধরনের অপপ্রচার করছে। এ’সময় এ শিল্প বাঁচিয়ে রাখতে নয় দফা দাবি তুলে ধরা হয়। সরকার যথাযথ পদক্ষেপ না নিলে লাখো মানুষ নিঃস্ব হয়ে যাবে বলেও জানান তারা।