ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

নাফ নদী থেকে সোয়া ৪ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন নাফ নদী থেকে ৪ লাখ ২৪ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ‘গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল দমদমিয়া বিওপি সংলগ্ন আইয়ুবের জোড়া এলাকার নাফ নদীতে অভিযান চালায়। এ সময় কয়েকজন ইয়াবা পাচারকারীকে নৌকায় করে নাফ নদীর কিনারায় ভিড়তে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।’  

তিনি বলেন, ‘চোরাকারবারীরা দূর থেকে টহলদলের উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে অন্ধকারে নাফ নদী সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরে ওই বস্তা থেকে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।’

এআই/এমবি