ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৫ ১৪৩১

ফরিদপুরে মুক্তিযোদ্ধা পরিবারের দোকানঘর দখলের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ফরিদপুরের সদরপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের দোকানঘর জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে দোকানের ভাড়াটিয়ার বিরুদ্ধে। উপজেলার আকটেরচর ইউনিয়নের মণিকোঠা বাজারে ভাড়াটিয়া মো. জাহাঙ্গীর আলম কর্তৃক দোকানঘর দখলের ঘটনায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে। 

মুক্তিযোদ্ধা আজিজ বরকন্তাজের মেয়ে আসমা বেগমের দোকানঘরটি উদ্ধার ও অভিযুক্তের বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।

এ সময় বক্তব্য রাখেন, মো. আরজান আলী, আজিজ বরকন্তাজ, মো. ইদ্রিস আলী, মতিউর রহমান, মো. ফকরুজ্জামানসহ অনেকে। বক্তারা অবিলম্বে দোকানঘরটি দখলমুক্ত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এআই//এমবি