ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

টেলিভিশন সাংবাদিকদের নিয়ে মৌলভীবাজারে দুই দিনব্যাপী কর্মশালা 

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৫ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে মন্ত্রী পরিষদ বিভাগ ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় প্লাটফ্রম ফর ডায়লগস প্রকল্পের আওতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টেলিভিশন সাংবাদিকদের নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী অনলাইন কর্মশালা। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় অনলাইনে ঢাকা থেকে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক অতিরিক্ত সচিব শাহিন ইসলাম। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন এনডিসি। একইভাবে আর্মেনিয়া থেকে কর্মশালায় সংযুক্ত হন পিফোর ডি এর টিম লিডার আর্সেন স্টেফেনিয়ান।

প্লাটফ্রম ফর ডায়লগস’র পরিচালক (প্রশাসন ও উন্নয়ন ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মনজুরুল আলম এর সঞ্চালনায় সেমিনারের প্রথম দিনে রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মো. গোলাম ফারুক, উপসচিব মো. মোখলেছুর রহমান, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. আবুজার গাফ্ফারী। 

সেমিনারে মৌলভীবাজার প্রেসক্লাব, উপজেলা পরিষদের সেমিনার হল ও নিজ অবস্থানে থেকে ২৫ জন টেলিভিশন সাংবাদিক অংশ নেন। 

এআই/এমবি