ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

‘ইউএনও’র ওপর হামলায় যারাই জড়িত থাকুক দৃষ্টান্তমূলক শাস্তি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওয়ায় আনা হবে।’

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির আয়োজনে চিকিৎসকদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ঘটনাটি অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তার সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।’

করোনা প্রসঙ্গে কাদের বলেন, ‘এ মহামারী তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে। তবে সচেতনতার দিক থেকে গাছাড়াভাব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।’

মন্ত্রী বলেন, ‘ইউরোপসহ বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় তরঙ্গ শুরু হয়েছে। বাংলাদেশের শহরে-বন্দরে-রাস্তায় মার্কেটে কোথাও কোথাও স্বাস্থ্যবিধি রক্ষার বালাই নেই। মনে হয় না কেউ করোনাকে পাত্তা দিচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা নিজেরাই সেফটি এবং সিকিউরিটি নষ্ট করছি। আমরা সংক্রমণের দুয়ার খুলে দিয়েছি।’
এসএ/