ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

জলবায়ু তহবিলের প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ৩০ এপ্রিল ২০১৭ রবিবার | আপডেট: ০৬:২১ পিএম, ৩০ এপ্রিল ২০১৭ রবিবার

জলবায়ু তহবিলের প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে রাঙামাটি ও খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

টিআইবি’র সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির উদ্যোগে রাঙামাটিতে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ও খাগড়াছড়ি শহরের শাপলা চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়। এ’সময় বক্তারা জলবায়ু তহবিলে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদানে অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান। একই সাথে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে তহবিলের আওতায় গৃহীত কার্যক্রম বাস্তবায়নে সব আর্থিক লেনদেন প্রকাশের দাবি জানান। মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি ছাড়াও স্বজন, ইয়েস ফেন্ডস-এর কর্মীরা অংশ নেন।