ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

চাকরী স্থায়ীকরণ এবং বকেয়া পাওয়া পরিশোধের দাবি

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ৩০ এপ্রিল ২০১৭ রবিবার | আপডেট: ০৬:২৭ পিএম, ৩০ এপ্রিল ২০১৭ রবিবার

চাকরী স্থায়ীকরণ এবং বকেয়া পাওয়া পরিশোধের দাবি জানিয়েছে রাষ্ট্রায়াত্ত্ব তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীর ঠিকাদার ও দিন মজুর শ্রমিক ইউনিয়ন।
সকালে পতেঙ্গা ইস্টার্ণ রিফাইনারী গেইটে বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, গত ২০ বছর ধরে শ্রমিকরা কাজ করলেও তাদের এখনো স্থায়ী করা হয়নি। বরং তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। সমাবেশে শ্রমিক নেতারা অবিলম্বে অস্থায়ী শ্রমিকদের চাকরী স্থায়ীকরণের দাবী জানান। শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সভাপতি মো. সেলিম।