ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

যে কোনো সংশোধনী কিংবা আইন বাতিল করতে সুপ্রিমকোর্ট পিছপা হবে না

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ৩০ এপ্রিল ২০১৭ রবিবার | আপডেট: ০৭:৩২ পিএম, ৩০ এপ্রিল ২০১৭ রবিবার

সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হলে যে কোনো সংশোধনী কিংবা আইন বাতিল করতে সুপ্রিমকোর্ট পিছপা হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে আইনের শাসন মেনে চলারও আহবান জানিয়েছেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বিচারব্যবস্থা ও আইনের শাসন নিয়ে কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, দুই-তৃতীয়াংশ সাংসদ ঐক্যমত হলেই সংবিধান সংশোধন করতে পারেন। কিন্তু এতে সংবিধানের মূল ভিত্তি নষ্ট হয়ে গেলে, সংসদের ওই সিদ্ধান্তকে বেআইনি ঘোষণার ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে।
শুধু বিচার বিভাগ নয়,  সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে আইনের শাষন মেনে চলার আহ্বান জানান প্রধান বিচারপতি।
আইনী কাজ সহজতর করতে দীর্ঘ দিনের পুরাতন আইনের সংস্কার ও নতুন আইন তৈরি করার কথা বলেন  প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি বলেন, গনতান্ত্রিক চিন্তা চেতনায় আইন তৈরি করতে হবে। ভূমি  আইনের উপর আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিরও তাগিদ দেন তিনি।