ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড-এর খরচ যুক্তরাষ্ট্র বহন করবে

প্রকাশিত : ০৯:২৩ এএম, ১ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৯:৫৭ এএম, ১ মে ২০১৭ সোমবার

ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড-এর সকল খরচ যুক্তরাষ্ট্র বহন করবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
দেশটির প্রেসিডেন্টের কার্যালয় ব্লু-হাউসের এক বিবৃতিতে জানানো হয়, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র এ খরচ বহন করবে। রোববার ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। উত্তর কোরিয়ার ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এই ফোনালাপ হয়। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, থাড মোতায়েনের খরচ দক্ষিণ কোরিয়াকে দিতে হবে। এতে গুনতে হবে প্রায় ১ বিলিয়ন ডলার।