ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

মাস্ক ব্যবহার না করায় ঠাকুরগাঁওয়ে ২৫ জনকে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার | আপডেট: ০৮:১৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

করোনা সংক্রমণ বিস্তার রোধে মাস্ক ব্যবহার না করে অবাধে চলাফেরার দায়ে ঠাকুরগাঁওয়ে ২৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার রাণীশংকৈলে এসব ব্যক্তিদের ৪ হাজার ১৭০ টাকা জরিমানা করা হয়। 
 
আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আফরিদা এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, ‘করোনা সংক্রমণ বিস্তার রোধে ও সার্বিক পরিস্থিতি মোকাবিলায় মাস্ক ব্যবহার, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে দুপুরে রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা পেট্রোল পাম্প সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করা ২৮ জনকে সংক্রামক রোগ প্রতিরোধ আইনে জরিমানা করা হয়। সেইসাথে সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার পরামর্শ দেওয়া হয়।’

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এআই//এসি