ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

মিন্টুর ছেলেকে ফের দুদকের জিজ্ঞাসাবাদ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির আউয়ালকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাফসির আউয়াল বলেন, ভিত্তিহীন অভিযোগে বারবার তাকে ডাকা হচ্ছে। তবে দুদক সচিব জানান, সুর্নিদিষ্ট অভিযোগই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

নিউ ইয়র্ক ও লন্ডনে একাধিক ব্যাংক হিসাব খুলে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাফসির আউয়ালকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে তাফসির আউয়াল বলেন, ‘দুদক বিষয়টা জানত না বা জানে না। আমি মনে করি, একটা পারিবারিক ঝামেলার কারণেই এটা চলে আসছে।’
 
তাফসির আউয়ালের দাবি ভিত্তিহীন বলে দাবি করেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত। তিনি বলেন, ‘কমিশনের সিডিউল ভুক্ত অপরাধ হিসেবেই অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধান শেষে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে আমরা আশা করি।’

উল্লেখ্য, গত ৩১ আগস্ট প্রথম দফায় তাফসির আউয়ালকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এমএস/