ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের মামলা সিআইডিতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪১ এএম, ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলা নারায়ণগঞ্জ সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিআইডি ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র পরির্দশক বাবুল হোসেন জানান, প্রাথমিক তদন্ত করছেন তারা। তদন্ত শেষে অপরাধিকে চিহ্নিত করা করে আইনের আওতায় আনা হবে।   

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) ফতুল্লার মডেল থানার এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছিলেন। মামলার এজাহারে গাফলতির অভিযোগ আনা হলে কোন আসামীর নাম দেয়া হয়নি। 

নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, গঠিত তদন্ত কমিটির তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তারাই এ মামলার আসামি হবে। 

শুক্রবার বাইতুস সালাত মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দ্বগ্ধ হয়। এরমধ্যে ৩১ জন মারা গেছেন। 

এমবি//