ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

তানোর উপজেলা প্রধান সড়কের বেহাল দশা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

রাজশাহী জেলা শহর থেকে তানোর উপজেলার যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়ক পথ। কিন্তু অধিকাংশ স্থানই পরিণত হয়েছে বড় বড় গর্তে। শুকনো কিংবা বৃষ্টি, সবসময় দুর্ভোগ পোহাতে হয় এ পথের যাত্রীদের। প্রধান এই সড়কের একাধিকবার সংস্কার করা হলেও নিম্নমানের কাজে তা টিকেনি বেশিদিন। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাত্র তিন বছর আগে নির্মাণ করা সড়কটি এখন চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে বাগঘানি থেকে চান্দুরিয়া, থানার মোড় থেকে মুন্ডুমালা পর্যন্ত সড়কটির ভয়াবহ অবস্থা। 

ভুক্তভোগী গাড়ির চালকরা জানান, ‘যাত্রীদের ভোগান্তির পাশাপাশি আমাদেরও অনেক সময় বিপাকে পড়তে হয়। পাশাপাশি গাড়িও অনেক ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় গাড়ি উল্টে যায়।’

আর দুর্ভোগ পোহাতে থাকা স্থানীয়রা জানান, ‘অনেক সময় সড়ক বিভাগকে কাজ করতে দেখা যায়। কিন্তু নিম্নমানের কাজ হওয়ায় রাস্তা টিকে না। রাস্তার অধিকাংশ স্থানই ভাঙা। বৃষ্টি হলে আরও ভয়াবহ অবস্থায় দাঁড়ায়। বছরের প্রায় সময় দুর্ঘটনা ঘটে এই সড়কে।’

তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলছেন, ‘সড়কটি তৈরিতেই নানা অনিয়ম হয়েছে। সর্বশেষ যে সংস্কার করা হয়েছে তা আমাদের পছন্দ হয়নি। এমনকি এমপি সাহেবও এ কাজে সন্তুষ্ট হতে পারেননি। সড়কটি মেরামতে বলা চলে ফাঁকি দেয়া হয়েছে।’

আর দ্রুত সংস্কারের পাশাপাশি উপজেলার প্রধান সড়কগুলো স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে সড়ক বিভাগের অধীনে নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (রাজশাহী-১) ওমর ফারুক চৌধুরী। 

তিনি বলেন, ‘জেলা থেকে উপজেলা হেডকোর্টার এবং তানোর থেকে অন্য আরেকটি উপজেলা হেডকোর্টার পর্যন্ত মহাসড়ক হওয়ার কথা ছিল। কিন্তু কোন অদৃশ্য কারণে রাস্তাটি সড়ক পরিবহন ধরে বসে আছে আমার জানা নেই।’

তবে সড়কটি নিয়ে কোন কথা বলতে রাজি নন এলজিইডির নির্বাহী প্রকৌশলী সানিউল হক। 

এআই//এমবি