ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

বিল দিয়েও গ্যাস পাচ্ছেন না মানিকগঞ্জের মানুষ (ভিডিও)

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলা। যেখানে এক দু’দিন কিংবা তিন-চার মাস নয়, গ্যাসের সমস্যা চলছে বছরের পর বছর। বিল দিয়েও গ্যাস পাচ্ছেন না মানুষ। ক্ষুব্ধ জনগণের পক্ষে পৌরসভা মেয়র তাই মামলা ঠুকেছেন তিতাসের বিরুদ্ধে। গ্যাস না মিললে অবিলম্বে টাকা ফেরত চেয়েছেন ভুক্তভোগীরা।

খোঁজ নিয়ে দেখা যায়, পৌরসভার প্রত্যেক বাড়িতেই আছে রান্নার সবধরণের চুলা। অতিমাত্রায় বিদ্যুত বিলের কারণে ইনডাকশন চুলার ব্যবহার কমেছে। করোনাকালে জীবনযাপনে অতিরিক্ত ব্যয় বাড়ায় নাজুক অবস্থায় এ জেলার মানুষ। এর ওপর বছরের সারা মাসেই গ্যাসের বিল দিতে হচ্ছে পৌরসভার বাসিন্দাদের। অথচ গ্যাসের দেখা নেই। অবৈধ লাইন যাদের আছে, তাদের কোনো সমস্যা নেই। অসুবিধায় শুধু নিয়মিত গ্রাহকরা।

অভিযোগ উঠেছে, নতুন কারাখানাগুলোতে অবৈধ সংযোগের কারণেই এমন বেহাল অবস্থা তৈরি হয়েছে। 

ভুক্তভোগীরা বলছেন, ‘সপ্তাহে যদি একবেলা থাকে, তাহলে আর নেই। সাত বছর ধরে প্রায় এক হাজার টাকা করে গ্যাসের বিল দিয়ে যাচ্ছি। অথচ গ্যাস নেই। মাটির চুলায় রান্না করছি তারপরও গ্যাসের বিল গুণতে হচ্ছে আমাদের।’

ক্ষোভ প্রকাশ করে অনেকে বলেন, ‘ঠিকমতো যদি গ্যাস দেয় তাহলে সংযোগ থাকবে, না হলে লাইন খুলে নিয়ে যাক। পৌরসভায় অনেকবার জানানোর পরও ব্যবস্থা নেয়া হয়নি। এ সুযোগে গ্যাস না থাকায় বিভিন্ন এজেন্ট ও কোম্পানি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে।’

মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুভাষ সরকার বলেন, ‘গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছি, মানববন্ধনের পাশাপাশি স্মারকলিপিও দিয়েছি। এমনকি ঝাড়ু মিছিলও করা হয়েছে। তারপরও গ্যাসের দেখা মিলেনি। আমাদের দাবি ছিল ২৪ ঘণ্টা না হলেও নিয়ম করে ৩ বেলা রান্নার সময় গ্যাস দেয়া হোক। কিন্তু তারপরও কাজ হয়নি।’

আর বহুদিন অপেক্ষা করেও সুফল না পাওয়ায় জনগণের চাপে এবার তিতাসের বিরুদ্ধে মামলা করেছেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম। 

তিনি বলেন, ‘গ্যাসের দাবিতে মিছিল, লিফলেট বিতরণ ও মানববন্ধন করেছি। এমনকি প্রশাসনের সাথে কথা বলে গ্যাস কর্মকর্তাদের সাথে বসেছি কিন্তু কোন সুফল আজ পর্যন্ত পাইনি। অথচ গ্যাস, বিদ্যুৎ, ক্যারোসিন, লাকরি ও সিলিন্ডারের বিল দিচ্ছি। এই বিলগুলো দিতে গিয়ে পৌরসভার যে ট্যাক্স সেগুলো মানুষ দিতে পারে না। তাই, কোন কাজেই যখন আসছে না, তখন আদালতে এ সংক্রান্ত একটি রিট করেছি।’

এআই//এমবি