ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

নিজ ঘর থেকে বিধবার মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০ শনিবার

বগুড়ার শাজাহানপুরে আয়েশা সিদ্দিকা (৬৫) নামের এক বিধবার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার ডোমনপুকুর গ্রামের নতুনপড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিধবা আয়েশা সিদ্দিকা ওই এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী। তিনি দুই ছেলে এবং দুই মেয়ের জননী।

স্থানীয়রা জানান, দ্বিতল ভবন বিশিষ্ট বাড়িতে আয়েশা সিদ্দিকা একাই বসাবাস করতেন। সন্তানেরা সবাই জেলার বাইরে বসবাস করেন।

আজ শনিবার সকাল ৯টার দিকে এক এনজিও কর্মী কিস্তির টাকা আদায়ের জন্য আয়েশা সিদ্দিকাকে তার বাড়ির মূল ফটকে ডাকাডাকি করেন। কিন্তু অনেক ডাকাডাকির পরও সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি সন্দেহ হয়।

তখন ওই এনজিও কর্মীসহ এলাকার লোকজন মিলে পাশের বাড়ি থেকে আয়েশা সিদ্দিকার দেবর মোত্তালিবকে ডেকে আনেন। দেবর মোত্তালিব ফটকের তালা ভেঙ্গে ঘরে ঢুকে আয়েশা সিদ্দিকার মরদেহ দেখতে পান।

দেবর মোত্তলিব জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে তার ভাবি আয়েশা সিদ্দিকার সঙ্গে শেষবার দেখা হয়েছিল। এছাড়া তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করা শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) সাম্মাক জানান, দেখে স্বাভাবিক মৃত্যু মনে হলো। তার পরও পরিবারের সদস্যরা যেহেতু জেলার বাইরে আছেন। তাদের মতামতের উপর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এনএস/