ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ১৯ ১৪৩২

আনোয়ার উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০ শনিবার | আপডেট: ০৯:৪৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০ শনিবার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি মরহুম আনোয়ার উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মো. আনোয়ার উদ্দিন শনিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মো. আনোয়ার উদ্দিনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরকে//