ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

বাড়িওয়ালা দম্পতি হত্যার ঘটনায় মামলা, আটক ১

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২০ সোমবার

শিবপুরের এই বাড়ির মালিক দম্পতিসহ তিনজন খুন হয়। ছবি: একুশে টেলিভিশন

শিবপুরের এই বাড়ির মালিক দম্পতিসহ তিনজন খুন হয়। ছবি: একুশে টেলিভিশন

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে শিবপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত বাড়িওয়ালা তাজুল ইসলামের ছেলে শাহিন মিয়া। 

উক্ত মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার দেখানোর হয়েছে নরসিংদী সদর হাসাপাতালে চিকিৎসাধীন বাদল মিয়াকে। এদিকে গত রাতেই ময়না তদন্ত শেষে নিহতদের নিজ গ্রাম শিবপুর উপজেলার ইটাখোলার কুমরাদী গ্রামের কবর স্থানে দফান করা হয়। 

এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে শিবপুর উপজেলার কুমরাদী গ্রামে পারিবারিক কলহের জের ধরে নৃসংশভাবে ছুড়িকাঘাতে ভাড়াটিয়া কাঠমিস্ত্রি বাদল মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪০), বাড়ির মালিক তাজুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৫)কে হত্যা করে বাদল মিয়া।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান, গতকাল রাতেই শিবপুর থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। যেহেতু অভিযুক্ত বাদল পুলিশি হেফাজতে রয়েছে তাই দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হবে।

এএইচ/