ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

গরু নিয়ে নদী পার হতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২০ সোমবার

ঠাকুরগাঁও সদর উপজেলায় গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে খুরশিদ আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার টাঙ্গন নদীর ফেসরাডাঙ্গী ব্রীজের পাশে এ ঘটনা ঘটে। নিহত খুরশিদ আলী (৭৫) গিলাবাড়ি মুন্সিপাড়া গ্রামের প্রয়াত বজির উদ্দীনের ছেলে। 
 
এলাকাবাসীর বরাতে এসআই সাজেদুল ইসলাম জানান, গিলাবাড়ি এলাকার পাশে টাঙ্গন নদী দিয়ে ৩টি গরু নিয়ে নদীর ওপারে যাচ্ছিলেন খুরশিদ আলী। নদীর মধ্যভাগে পৌঁছলে গভীর পানিতে তলিয়ে যান তিনি। এ সময় নদীর তীরে থাকা কয়েকজন যুবক দেখতে পেয়ে বৃদ্ধকে উদ্ধার করতে এগিয়ে আসে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। 

এসআই সাজেদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের সুরতহাল রিপোর্ট করা হয়। এ সময় তার শরীরে কোন ধরনের চিহ্ন পাওয়া যায়নি। পানিতে তলিয়েই তিনি মারা গেছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এনএস/