ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

মেট্রোরেলের কাজ ২০১৯ সালের মধ্যেই শেষ হবে

প্রকাশিত : ০২:২১ পিএম, ৩ মে ২০১৭ বুধবার | আপডেট: ০৩:১৮ পিএম, ৩ মে ২০১৭ বুধবার

২০১৯ সালের মধ্যেই মেট্রোরেলের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন ৬ এর চুক্তি সাক্ষর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিক এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, হলি আর্টিজান রেস্তোরায় সন্ত্রাসী হামলা হওয়ায় ৬ মাস মেট্রোরেলের কাজ বন্ধ ছিলো। তবে এখন পূনরায় আবার কাজ শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড সাথে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানী ও সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডে জেবির সাথে সিপি- ২ এবং আলাদাভাবে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানীর সাথে সিপি-৩ ও ৪ সহ মোট তিনটি চুক্তি সই হয়। এ সময় দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।