ঢাকা, শনিবার   ৩০ মার্চ ২০২৪,   চৈত্র ১৬ ১৪৩০

রাবি উপাচার্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুস সোবহানসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন সাবেক ভিসি অধ্যাপক মু. মিজানউদ্দীনের স্ত্রী মোমেনা জীনাত। মামলায় নিয়ম বহির্ভূতভাবে পেনশন আটকে রাখার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন বাদি পক্ষের আইনজীবী নুরে কামরুজ্জামান ইরান।

তিনি জানান, ‘মঙ্গলবার দুপুরে রাজশাহী যুগ্ম জেলা জজ আদালত-১ এ মামলাটি দায়ের করা হয়েছে। আদালতের বিচারক জয়ন্তী রাণী মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ অক্টোবর বিবাদীদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন। মামলার অপর পাঁচ আসামির মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, রাবির শেখ রাসেল স্কুলের বর্তমান সভাপতি ও অধ্যক্ষ।’

আইনজীবী জানান, ‘মামলার বাদি মোমেনা জীনাত রাবির শেখ রাসেল স্কুলের অধ্যক্ষ ছিলেন। অবসর গ্রহণের পর নিয়ম বহির্ভূতভাবে তার পেনশনের ৪৫ লাখ ৬১ হাজার ৯৪৫ টাকা আটকে রাখা হয়েছে। পাওনা টাকা আদায়ে তিনি এ মামলা দায়ের করেছেন।’
এআই/ এসএ/