ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৪ ১৪৩১

সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দূর করতে হবে

প্রকাশিত : ০২:২৬ পিএম, ৩ মে ২০১৭ বুধবার | আপডেট: ০৩:২১ পিএম, ৩ মে ২০১৭ বুধবার

টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনের জন্য সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দূর করতে হবে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে শেয়ার নেট বাংলাদেশ আয়োজিত ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার’ শীর্ষক একদিন ব্যাপি নলেজ ফেয়ারে এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রকেই নারীর যৌন ও প্রজনন অধিকার নিশ্চিত করতে হবে।

কোনো নারীকে জোর করে প্রজননে বাধ্য করা যাবে না। নিরাপদ মাতৃত্ব, বিবাহিত জীবন, যৌন জীবন এবং প্রজনন অধিকার রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সরকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা করতে হবে বলেও জানান হাসানুল হক ইনু।