ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

ভেনেজুয়েলায় আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত : ০২:২৭ পিএম, ৩ মে ২০১৭ বুধবার | আপডেট: ০৩:২২ পিএম, ৩ মে ২০১৭ বুধবার

ভেনেজুয়েলায় আগাম নির্বাচনের দাবিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভ করছে বিরোধীরা।

দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নতুন সংবিধান তৈরির প্রস্তাব দেয়ার পর বিক্ষোভ শুরু হয়। প্রতিবাদে পথে নেমে আসে বিরোধীরা। শহর জুড়ে রাস্তাঘাট অবরোধ করেছে বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে আহত অনেকে।

ভেনেজুয়েলায় গত এক মাস ধরেই এমন সহিংস বিক্ষোভ চলছে। গত এক মাসের বিক্ষোভে দেশটিতে ৩০ জন নিহত হয়েছে। বিক্ষোভে রাজধানী কারাকাস শহর রীতিমতো স্থবির হয়ে পড়েছে। বুধবার আরো বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছেন তারা।