ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

নারায়ণগঞ্জে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান শুরু করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় প্রায় দুইশত বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। 

এ সময় উপস্থিত ছিলন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম, র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন, সহকারী পরিচালক ও পরিদর্শক রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।

উল্লখ্য, নারায়ণগঞ্জের তল্লাস্থ বায়তুস সালাত জামে মসজিদে সাম্প্রতিক দুর্ঘটনায় ৩১ জনের প্রাণহানির ঘটনায় জেলার সর্বত্র অবৈধভাবে সংযোগ দেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার দাবী ওঠে। 

জানা গেছে, জেলায় প্রায় পঞ্চাশ হাজার আবাসিক বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং তিতাসর দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারদের সহায়তায় এসব অবৈধ সংযোগ দেয়া হয় বল অভিযাগ রয়েছে।

এনএস/