ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

সেতু আছে, সংযোগ সড়ক নেই (ভিডিওসহ)

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার | আপডেট: ০৫:০৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

দীর্ঘদিনেও জামালপুরের মেলান্দহ উপজেলার সুরমা নদী ও মাদারগঞ্জের হেমড়াবাড়ি খালের উপর নির্মিত দুই সেতুতে হয়নি সংযোগ সড়ক। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে ২০ গ্রামের মানুষকে। 

জানা গেছে, ২০১০ সালে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সেতু দুটি নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘদিনেও তৈরি হয়নি সংযোগ সড়ক। গেল বন্যায় সেতুগুলোর মাঝখানে ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন ২০ গ্রামের মানুষ। সংযোগ সড়ক না থাকায় সেতুতে ওঠা-নামা ও যাতায়াতের পাশাপাশি কৃষি পণ্য আনা নেয়াতেও ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। প্রতিদিন নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে তাদের।

ভুক্তভোগী বলেন, ‘সেতুটি ভেঙে যাওয়ায় আমাদের চলাচলে খুবই সমস্যা হচ্ছে। সরকারের কাছে আমাদের আবেদন তাড়াতাড়ি ব্রিজটি মেরামত করে দেয়া হোক।’

তবে ইতিমধ্যেই সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য বিশেষ প্রকল্প হাতে নেয়া হয়েছে বলেই জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। তিনি বলেন, ‘সাম্প্রতিক বন্যায় জেলায় একটি ব্রিজ পুরোপুরি, দুটি আংশিক ও পাঁচটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এ তথ্য পাঠানো হয়েছে। আশা করা যায়, শিগগিরই এগুলো মেরামতের কাজ শুরু হবে।’

তবে শুধু আশ্বাস নয় দ্রুত সেতুর সংযোগ সড়ক নির্মাণের দাবি ভুক্তভোগীদের।

ভিডিওতে দেখুন-

এআই/এনএস/