ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

বোমার ভয় দেখিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে টাকা দাবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

আটককৃত সেই যুবক

আটককৃত সেই যুবক

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রাইম ব্যাংক লিমিটেড-এর জয়দেবপুর শাখা ব্যবস্থাপকের কক্ষে ঢুঁকে বোমা হামলার ভয় দেখিয়ে টাকা দাবি করে এক যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু বকর নামে ওই যুবককে আটক করে এবং তার সঙ্গে থাকা ব্যাগের মধ্যে রাখা বোমাটি নিস্ক্রিয় করে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের ওই ব্যাংকের জয়দেবপুর চৌরাস্তা শাখায় এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে শাখা ম্যানেজার ফরিদ আহমেদের কক্ষে ঢুঁকে যায়। পরে তার ব্যাগে বোমা আছে এবং এই বোমা ফাটানোর ভয়ে দেখিয়ে টাকা দাবি করলে ভেতরে হুলস্থুল পড়ে যায়। পুলিশকে খবর দেয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে পুলিশ।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ আজাদ মিয়া জানান, দাবিকৃত টাকা না দিলে তার ব্যাগে থাকা বোমা বিস্ফোরণের ভয় দেখালে পুলিশে খবর দেয় শাখা ব্যবস্থাপক। দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বোমাটি উদ্ধার করে এবং ওই যুবককে আটক করে। পরে ঢাকা থেকে নিস্ক্রিয়করণ টিম নিয়ে এসে বোমাটি নিস্ক্রিয় করা হয়েছে। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। 

এনএস/