ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

শপথ নিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ৪ মে ২০১৭ বৃহস্পতিবার

শপথ নিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-সহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ পড়ানো শেষে নবনির্বাচিত চেয়ারম্যান-সহ যশোরের কয়েকজন নেতাকে বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে স্থানীয়ভাবে দলকে শক্তিশালী করারও নির্দেশ দেন তিনি।