ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

এখনও চড়া পেঁয়াজের বাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

দেশের বিভিন্ন স্থল বন্দরে ভারত থেকে আগেই কেনা পেঁয়াজের ট্রাক আটকে থাকায় বাজারে এর প্রভাব পড়েছে। স্থানীয় বাজারসহ রাজধানীতে পেঁয়াজের দাম এখনও চড়া। 

খোঁজ নিয়ে জানা যায়, হিলিতে প্রতি কেজি পেঁয়াজ এখনও বিক্রি হচ্ছে ৮০ থেকে ১শ’ টাকায়। এদিকে সাতক্ষীরা ঘোজাডাঙ্গা স্থলবন্দর এলাকায় আটকে রয়েছে প্রায় তিনশ পেঁয়াজের ট্রাক। এসব ট্রাকের বন্দর ও শুল্ক সংক্রান্ত সব বৈধ কাগজ থাকা সত্ত্বেও তারা বাংলাদেশে ঢুকতে পারছে না।

টানা পাঁচদিন পেঁয়াজগুলো বস্তাবন্দি থাকায় পচে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে আজ থেকে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি দ্বিগুণ করা হবে বলে জানিয়েছে টিসিবি। 

এআই/এমবি