ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বাড়িয়েছে

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ৪ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫৬ পিএম, ৪ মে ২০১৭ বৃহস্পতিবার

হাওরাঞ্চলে ফসলহানির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন চালকল মালিকরা। তারা বলছেন, তাদের কাছে চালের কোনো মজুত নেই। এদিকে ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে চালের আমদানী শুল্ক সাময়িকভাবে প্রত্যাহারের সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয়।
সম্প্রতি দেশের হাওরাঞ্চলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় সাড়ে চার লাখ হেক্টর জমির ফসল। এতে নষ্ট হয়েছে প্রায় ৬ থেকে ৭ লাখ মেট্রিক টন চাল। দূর্যোগের দোহাই দিয়ে চালের আরতদাররা মন প্রতি দেড়শ থেকে দু’শো টাকা বাড়িয়ে দিয়েছে।
খাদ্য ভবনে বৈঠক শেষে চাল কল মালিকরা জানান, চালের মজুত নেই। তবে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে।
এদিকে অসাধু ব্যবসায়ীদের বিষয়ে ব্যবস্থা নিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।
চালের আমদানী শুল্ক প্রত্যাহারের সুপারিশ সাময়িক বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী।