ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যাংকের অনুদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২০ রবিবার | আপডেট: ০৯:০৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক প্রদান করছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবদুস সামাদ (লাবু)

 


‘শীতকালে করোনা পরিস্থিতির অবনতি হতে পারে’-এমন আশংকার কথা জানিয়ে সবাইকে তা মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন পরিস্থিতিতেও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল ও নির্বিঘ্ন রাখতে সরকার আন্তরিক বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১শ’ ৬৫ কোটি ৬০ লাখ টাকা জমা পড়েছে। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ১শ’ ৬৪ কোটি টাকার চেক দেয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হয়ে চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে তহবিলে জমা পড়েছে বাকি অর্থ।

অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যাতে ব্যবসা-বাণিজ্য চালিয়ে নিতে পারি তার জন্য যা যা করণিয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন প্রণোদনা দিয়েছি। এই প্রণোদনা দেয়ার ফলে আমি মনে করি আমাদের দেশের ব্যবসা-বাণিজ্য সচল রাখা সম্ভব হচ্ছে। আর এবারের করোনা ভাইরাসে দেখা গেছে- আমাদের সকলেই খুব আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। এখানে কাউকেই বাদ দেওয়া যাবে না, সবাই কাজ করেছে।’

এ সময় তিনি মানুষের পাশে থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের অবস্থান তুলে ধরেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সামনে শীত। করোনা পরিস্থিতি আরও একটু খারাপের দিকে যেতে পারে। তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) যেকোন দুর্যোগে এগিয়ে এসেছেন। সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাই।’ 

আর্থিক প্রতিষ্ঠানের প্রতি সরকারের বিশেষ নজর থাকায় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাই এ খাতকে আরো শক্তিশালি করার তাগিদ দেন সরকার প্রধান।

তিনি বলেন, ‘আমরা যতবেশ বেসরকারি ব্যাংক দিয়েছি, ব্যাপক হারে কর্মসংস্থান হয়েছে। অনেক মানুষের চাকরি হয়েছে। এটা সব থেকে বড় কথা। সেই সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যও সম্প্রসারিত হয়েছে। সেখানে ব্যাংকগুলো যাতে ভালোভাবে চলে, আমরা সেটাই চাই। সেই ক্ষেত্রে ব্যাংকের আইন বা যা কিছুই আমরা করি, আপনারা যে দাবিই আনেন, যেগুলো যুক্তিসঙ্গত সেগুলো আমরা বিবেচনা করি।’

করোনাকালের এ অনুদান মানুষের কল্যাণে বিশেষ কাজে লাগবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের এই অনুদান সাধারণ মানুষের কাজে লাগবে।’

উল্লেখ্য, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ (লাবু) প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক প্রদান করেন।

 


এসএ/